প্রায় পাঁচ বছর পর আবারও অস্বাভাবিক প্রবল বর্ষণের মুখোমুখি হয়েছে সৌদি আরবের জেদ্দা। বুধবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে অল্প সময়ের মধ্যেই নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও আবাসিক এলাকায় পানি উঠে যান চলাচলে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসংখ্য ভিডিওতে দেখা যায়—গাড়ি ডুবে যাওয়া, সড়কের পানি বাড়তে থাকা এবং মানুষজনকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরে যেতে। স্থানীয়দের অনেকে জানিয়েছেন, পাঁচ বছর পর এমন জোরালো বৃষ্টি জেদ্দায় আতঙ্ক সৃষ্টি করেছে।
জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত মাঠে নামে। ড্রেনেজ ব্যবস্থায় পানি প্রবাহ স্বাভাবিক করতে এবং বন্যার পানি সরাতে তারা কাজ শুরু করে। সৌদি আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনও জেদ্দা ও আশপাশের এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে, ফলে আরও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, তীব্র বর্ষণের প্রভাব পড়েছে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুকেও। অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস দেখা দেয়। সড়কের মাঝখানে বড় একটি গর্ত তৈরি হয়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বৃষ্টির পানির চাপে মাটি নরম হয়ে যাওয়াই এ দুর্ঘটনার কারণ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ঘটনার খবর পাওয়ার পরপরই কর্তৃপক্ষ দ্রুত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। দুর্ঘটনাস্থলের সড়কটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং জরুরি উদ্ধারকারী দল সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রাথমিক তদন্তে তারা জানায়, নতুন করে ভূমিধসের আশঙ্কা নেই। তবে সতর্কতার জন্য সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




