ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় ব্যাংকে ই-নথি সিস্টেম চালু: ফাইল চালাচালি অনলাইনে

বাংলাদেশ ব্যাংক তাদের ডিজিটাল রূপান্তরকে আরও এক ধাপ এগিয়ে নিতে আনুষ্ঠানিকভাবে নতুন ই-ডেস্ক সিস্টেম চালু করেছে। এই সিস্টেমের মাধ্যমে ব্যাংকের সকল নথি ও কার্যক্রম এখন থেকে ডিজিটালি ব্যবস্থাপনা করা যাবে, যা কাজের গতি বাড়াবে এবং নথি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করবে। ধীরে ধীরে এই ব্যবস্থা পুরো ব্যাংকিং খাতেই বিস্তৃত হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর রাজধানীতে এক অনুষ্ঠানে ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন করেন।

পরে ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ঐতিহ্যগত কাগজভিত্তিক নোটিং পদ্ধতি থেকে বেরিয়ে প্রযুক্তিনির্ভর নতুন যুগে প্রবেশ করছে।

প্রাথমিকভাবে এই ই-ডেস্ক ব্যবস্থা শুধু বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চালু করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব শাখায় এটি কার্যকর হবে। মানবসম্পদ উন্নয়ন বিভাগ–১ এবং তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা যৌথভাবে সিস্টেমটি তৈরি করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১০ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে পরিচালক পর্যায় পর্যন্ত সব নিষ্পত্তিযোগ্য নোটিং ই-ডেস্কের মাধ্যমে সম্পন্ন করা হবে। আর আগামী জানুয়ারি থেকে ব্যাংকের সব স্তরে নোটিংয়ের নিষ্পত্তিও এই ডিজিটাল প্ল্যাটফর্মেই বাধ্যতামূলক করা হবে।

সংবাদটি শেয়ার করুন