ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এবারের নির্বাচনকে শোডাউনে পরিণত করা হয়েছে: আখতার

এবারের নির্বাচনকে সংস্কারমুখী ভোটের পরিবর্তে শক্তি প্রদর্শনের শোডাউনে রূপ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তার মতে, ২০২৬ সালের নির্বাচনটি মূলত হওয়ার কথা ছিল রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারকে কেন্দ্র করে। কিন্তু চলমান রাজনৈতিক অস্থিরতা এবং দলগুলোর ক্ষমতা দখলের প্রতিযোগিতা নির্বাচনটিকে এখন সংস্কারের বদলে ক্ষমতার লড়াইয়ের মঞ্চে পরিণত করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহিদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আখতার হোসেন বলেন, ২০২৬ সালের নির্বাচনটি কেবল ক্ষমতা পরিবর্তনের ভোট নয়। আমরা চেয়েছিলাম যে ফ্যাসিবাদী কাঠামো দীর্ঘদিন ধরে বাংলাদেশকে আটকে রেখেছে, তা ভেঙে নতুন রাষ্ট্র কাঠামোর রাজনীতি প্রতিষ্ঠা করতে। এটি ছিল জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা।

তিনি বলেন, জনগণ ইতোমধ্যেই প্রমাণ করেছে ২৮ সালের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তারা একটি নতুন, পুনর্গঠিত বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। কিন্তু বিএনপি-জামায়াতসহ কোনো বড় রাজনৈতিক দলই এখন আর সেই কাঠামোগত সংস্কারকে আলোচনার কেন্দ্রে রাখছে না।

আখতার অভিযোগ করেন, বড় রাজনৈতিক দলগুলো এখন শুধু ভাবছে কীভাবে ক্ষমতায় যাবে এবং কীভাবে ক্ষমতা ধরে রাখবে। দেশের ভবিষ্যৎ, রাষ্ট্রপুনর্গঠন বা সংস্কারের কোনও সূচি তাদের রাজনৈতিক পরিকল্পনায় নেই।

তিনি আরও বলেন, কেউ বলছে আমরা আগে ক্ষমতা পরিচালনা করেছি, তাই অভিজ্ঞতা আছে। আবার কেউ দাবি করছে তারা নতুন, যদিও তারা মন্ত্রিত্ব ভাগাভাগির রাজনীতিতে যুক্ত ছিল। জনগণকে অর্ধসত্য বলে বিভ্রান্ত করে তারা আবারো একই রাজনীতি করছে।

আখতার হোসেনের ভাষায়, দেশ পরিচালনায় ব্যর্থতার যে অভিজ্ঞতা মানুষ অতীতে দেখেছে, তা জনগণ ভুলে যায়নি। আবার যারা নতুনের নামে মন্ত্রিত্ব করে এখন নিজেদের পরিচ্ছন্ন ভাবছে, তারাও জনমানসে প্রশ্নবিদ্ধ হয়ে আছে।

সংবাদটি শেয়ার করুন