ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী বছরে পদ্মাসেতু দিয়ে যান চলাচল শুরু

পদ্মাসেতু দিয়ে যান চলাচল শুরু  ২০২১ সালের জুন মাস থেকে যানবাহন চলাচল শুরু হবে। আজ মঙ্গলবার (জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য দেন।

অধিবেশনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন ।

ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার প্রাপ্ত মেগা প্রকল্প পদ্মাসেতুর নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। এরইমধ্যে প্রকল্পের গুরুত্বপূর্ণ পাঁচটি প্যাকেজের মধ্যে মাওয়া সংযোগ সড়ক, জাজিরা সংযোগ সড়ক ও সার্ভিস অ্যারিয়া-২ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মূল সেতু ও নদী শাসন কাজের অগ্রগতি যথাক্রমে ৮৫ দশমিক ৫ শতাংশ এবং ৬৬ শতাংশ।

আরও পড়ুন : শুকনো মরিচের দাম বেড়েছে সাতক্ষীরায়

তিনি আরও বলেন,২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৭৬ দশমিক ৫ শতাংশ। পদ্মাসেতুর ৪১টি স্টিল ট্রাসের মধ্যে ২০টি এরইমধ্যে স্থাপন করা হয়েছে। বাকি ২১টি ২০২০ সালের জুলাই মাসের মধ্যে স্থাপন করা হবে। ইনশাল্লাহ আগামী জুন ২০২১ সালে পদ্মাসেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

আনন্দবাজার/এইচ.এস.কে 

 

সংবাদটি শেয়ার করুন