ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে আ’গুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ছাদে নাট্যকলা বিভাগের পুরোনো সরঞ্জামে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ছাদের এক কোণে রাখা কাঠ, খড়কুটো, কাগজ-বোর্ড এবং অন্যান্য পুরোনো সরঞ্জামে হঠাৎ আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, কেউ সিগারেট খেয়ে ফেলেছেন অথবা ছাদে রাখা কাঁচের ওপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। ধোঁয়া দেখতে পেয়ে শিক্ষার্থী ও কর্মচারীরা ছাদে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে অগ্নিনির্বাপক সিলিন্ডারে পর্যাপ্ত গ্যাস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের ক্ষতি না হলেও ঘটনাটি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী নীরব (২০২০-২১ শিক্ষাবর্ষ) বলেন, ধোঁয়া দেখেই আমরা ছাদে গিয়ে বালতি ভর্তি পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। অগ্নিনির্বাপক সিলিন্ডারে গ্যাস কম বা শূন্য ছিল। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অধ্যাপক ড. আরিফ হায়দার বলেন, ক্লাস শেষে নিচে নামার সময় ধোঁয়া লক্ষ্য করি। শিক্ষার্থীরা পানি এনে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আমার ধারণা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগাননি।

রাবি ফায়ার সার্ভিস স্টেশনের পরিচালক মো. ওয়ালিদ হোসেন বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাইপ ব্যবহার করে পানি ছুঁড়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সংবাদটি শেয়ার করুন