ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ জনের প্রাণ’হানি

ইন্দোনেশিয়ার জাকার্তার কেন্দ্রস্থলে মঙ্গলবার একটি সাত তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ২০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো জানান, স্থানীয় সময় দুপুরে ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ভবনের ভিতরে আরও সম্ভাব্য হতাহতদের খোঁজ চলছে।

তিনি আরও বলেন, আগুন লাগার সময় অনেক কর্মচারী দুপুরের খাবার নিচ্ছিলেন, আর অনেকে তখনই বাইরে বের হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম কমপাস টিভির ফুটেজে দেখা গেছে, অগ্নিনির্বাপকরা দ্রুত ভবনের ভেতরে থাকা মানুষদের সরানোর চেষ্টা করছেন।

রয়টার্স জানিয়েছে, এই ভবনটি জাপানি ড্রোন কোম্পানি ‘টেরা ড্রোন কর্পোরেশন’-এর অফিস। তারা খনি ও কৃষি খাতে জরিপের জন্য ড্রোন সরবরাহ করে। কোম্পানিটি আগুন লাগার বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন