ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হজে ছবি তোলা নিয়ে যা জানাল সৌদি সরকার

আসন্ন হজ ২০২৬ মৌসুমে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। বিভিন্ন অফিসিয়াল দপ্তর ও আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম জানিয়েছে, এ ধরনের কোনো নিষেধাজ্ঞা সৌদি সরকারের পক্ষ থেকে জারি করা হয়নি।

গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক মাধ্যমে কিছু অ্যাকাউন্ট দাবি করছিল যে, ভিড় নিয়ন্ত্রণের স্বার্থে হজ মৌসুমে মোবাইল ফোন ব্যবহারসহ সব ধরনের ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করা হবে। কিন্তু সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় কিংবা সরকারের অন্য কোনো প্রতিষ্ঠান এই তথ্য সমর্থন করেনি বা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

ফ্যাক্ট-চেকিং সংস্থা দ্য ইস্লামিক ইনফরমেশন যাচাই করে জানিয়েছে, পবিত্র দুই হারামে ফটোগ্রাফি নীতিমালায় কোনো নতুন পরিবর্তন আনা হয়নি; আগের নিয়মই কার্যকর রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, হজ ও রমজান মৌসুমকে কেন্দ্র করে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিথ্যা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। তাই হাজিদের প্রতি অনুরোধ করা হয়েছে তারা যেন শুধুমাত্র সরকার ঘোষিত তথ্য বা নির্ভরযোগ্য উৎস থেকেই তথ্য গ্রহণ করেন।

তবে অতীতে পেশাদার ক্যামেরা, বড় আকারের ফটোগ্রাফি সরঞ্জাম এবং এমন ছবি তোলায় নিষেধাজ্ঞা ছিল, যা অন্য হাজিদের ইবাদতে বিঘ্ন ঘটাতে পারে বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়। বিশেষ করে ২০১৭ সালে এসব বিষয়ে কঠোরতা বাড়ানো হয়।

সংবাদটি শেয়ার করুন