ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্কলারশিপ দিচ্ছে ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়

ফিনল্যান্ডের উচ্চশিক্ষার মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৬ জানুয়ারি ২০২৬।

১৬৪০ সালে প্রতিষ্ঠিত হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় ফিনল্যান্ডের প্রাচীন ও খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানের শিক্ষার কারণে এটি নিয়মিতভাবে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় তালিকায় শীর্ষে থাকে।

সুবিধাসমুহ

*টিউশন ফি-র ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মওকুফ;

*সাধারণত বিশ্ববিদ্যালয়ের বার্ষিক টিউশন ফি ১৩,০০০–১৮,০০০ ইউরো। স্কলারশিপের আওতায় এই ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে;

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে ইইউ ও ইইএ অঞ্চলের বাইরের দেশের নাগরিক হতে হবে;

*হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের যেকোনো স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তিযোগ্য হতে হবে;

*স্টুডেন্ট ভিসা ও রেসিডেন্স পারমিটের শর্ত পূরণ করতে হবে;

*ভালো ফলসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রি থাকতে হবে;

*মাতৃভাষা ইংরেজি নয় এমন প্রার্থীদের আইইএলটিএস বা টোয়েফলসহ আন্তর্জাতিক ভাষা পরীক্ষার স্কোর জমা দিতে হবে;

প্রয়োজনীয় নথিপত্র

*পাসপোর্টের কপি;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ডিগ্রি সনদ;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ;

অধ্যয়নের ক্ষেত্র

বিজ্ঞান, জীববিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষাবিজ্ঞান, আইন, শিক্ষা ও মনোবিজ্ঞান, কৃষি ও বনবিদ্যা, চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্যবিজ্ঞান—এই সকল অনুষদে শিক্ষার্থীরা তাদের পছন্দমত প্রোগ্রাম বেছে নিতে পারবেন।

আবেদন প্রক্রিয়া

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ জানুয়ারি ২০২৬।

আগ্রহীরা আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…

সংবাদটি শেয়ার করুন