ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় দিবস উদযাপনে ভারতে প্রতিনিধি পাঠাবে বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর জন্য প্রতীকী গুরুত্ব বহন করে ১৬ ডিসেম্বর, বিজয় দিবস। প্রতিবছরের মতো এবারও দিনটি উপলক্ষে বিশেষ আয়োজন করতে যাচ্ছে ভারত, আর সেই আয়োজনে যোগ দিতেই বাংলাদেশ ২০ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল ভানগুরু রঘু।

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তা ছিল উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেয় ভারত। সেই ইতিহাসের স্মরণে প্রতিবছর ১৬ ডিসেম্বর ভারতেও পালিত হয় বিজয় দিবস।

মেজর জেনারেল ভানগুরু রঘু জানান, এবারও বিজয় দিবসের আয়োজনকে ঘিরে বাংলাদেশি বীর মুক্তিযোদ্ধাদের নিমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণের প্রেক্ষিতে ৮ জন মুক্তিযোদ্ধা, দুই সেনা কর্মকর্তা এবং তাঁদের স্ত্রীদের সমন্বয়ে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী রোববার (১৪ ডিসেম্বর) কলকাতায় পৌঁছাবে এই প্রতিনিধি দল। ১৫ ডিসেম্বর তারা ইস্টার্ন কমান্ডের মঙ্গল পান্ডে মিলিটারি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ‘মিলিটারি ট্যাটু’ অনুষ্ঠানে অংশ নেবে। সেদিনই প্রতিনিধি দলটি লোকভবনে পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন।

১৬ ডিসেম্বর বিজয় স্মারকে আয়োজিত প্রধান অনুষ্ঠানে অংশ নিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বাংলাদেশি প্রতিনিধি দল।

সংবাদটি শেয়ার করুন