ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পার্লামেন্টে বিজেপি ও কংগ্রেসের তীব্র বাকযুদ্ধ

ভারতের জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ এর ১৫০ বছর পূর্তিতে, সোমবার ভারতের পার্লামেন্টে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। গানটির ঐতিহাসিক গুরুত্ব ও রাজনৈতিক তাৎপর্য নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি বাক্যবিনিময় ঘটে। 

আলোচনা শুরু হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের মাধ্যমে,  তিনি দাবি করেন, কংগ্রেস সরকার এক সময় ‘বন্দে মাতরম’ গানটির গুরুত্বপূর্ণ কিছু অংশ বাদ দিয়েছিল। মোদি, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করেন, ১৮৭৫ সালে বাঙালি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’ গানের মূল অংশ বাদ দেওয়া হয়েছিল স্বাধীনতা আন্দোলনের সময়। তিনি লোকসভায় বলেন, কংগ্রেসের ইতিহাস সংশোধন করতে হবে এবং গানটির গৌরব পুনরুদ্ধারের আহ্বান জানান। তাঁর মন্তব্যের পর বিরোধী দলের নেতারা পাল্টা আক্রমণ করতে শুরু করেন, এতে পার্লামেন্টে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মোদি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘বন্দে মাতরম’ ছিল ভারতীয় জাতীয়তাবাদের মূল মন্ত্র, যা স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণা জুগিয়েছে। তবে, তিনি জওহরলাল নেহরুর ভূমিকা নিয়েও কটাক্ষ করেন, যিনি একসময় বন্দে মাতরম গানটি মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিতর্ক সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছিলেন।

কংগ্রেস নেতা গৌরব গগৈ মোদির বক্তব্যের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, বিজেপির পূর্বসূরিরা স্বাধীনতা সংগ্রামে কোথায় ছিল? কংগ্রেসের নেতা-কর্মীরা সেই সময়ে জীবন বাজি রেখে লড়াই করেছিলেন, তারা ইতিহাসের পুনর্লিখন হতে দেবেন না।

এদিকে, কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীও মোদির বক্তব্যের নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘বিজেপি দেশের স্বাধীনতা সংগ্রামীদের অবমাননা করছে এবং মূল সমস্যা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য বেসামাল বিতর্ক তৈরি করছে।

সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন