ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিল বনাম আর্জেন্টিনা: খেলাটি কবে, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে

বাংলাদেশের ফুটবল ভক্তদের কাছে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো ‘এএফবি ল্যাটিন–বাংলা সুপার কাপ ২০২৫’ (AFB Latin-Bangla Super Cup)-এর ফাইনাল ম্যাচের সময় ঘোষণা। তরুণ ফুটবলারদের নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার শেষ দিনে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই ঐতিহ্যবাহী পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব দল। টুর্নামেন্টকে ঘিরে ভক্তদের উত্তেজনা ইতোমধ্যেই চরমে পৌঁছেছে।

ফাইনাল ম্যাচ কবে ও কখন?

সময়সূচি অনুযায়ী ব্রাজিলের সাও বার্নার্ডো ফুটবল ক্লাব এবং আর্জেন্টিনার অ্যাথলেটিকো চালোন ফুটবল ক্লাব মাঠে নামবে ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে। বহু প্রতীক্ষিত এই মোকাবিলা অনুষ্ঠিত হবে বাংলাদেশের ফুটবলপাগলদের প্রিয় ভেন্যু, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে (ঢাকা জাতীয় স্টেডিয়াম)। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

খেলার সময়সূচি:

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়।

১১ ডিসেম্বর: আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চালোন) বনাম ব্রাজিল (সাও বার্নার্ডো)

কিংবদন্তিদের উপস্থিতিতে বাড়ছে উত্তেজনা

ফাইনাল ম্যাচের বড় আকর্ষণ হিসেবে মাঠে থাকছেন দুই মহাতারকা ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু (Cafu) এবং আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লডিও কেনিজিয়া (Claudio Caniggia)। আয়োজকদের দাবি, প্রতিদিন লটারির মাধ্যমে ১০জন সৌভাগ্যবান দর্শক সরাসরি এই কিংবদন্তিদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

উদ্বোধনী দিনে জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমসের পরিবেশনা দর্শকদের মন জয় করেছে।

লাইভ স্ট্রিমিং

ম্যাচগুলো সরাসরি দেখতে দর্শকরা নজর রাখতে পারবেন-

সরাসরি দেখতে dainikanandabazar.com এ নজর রাখলে খেলার দিন নির্দিষ্ট লিংক দেওয়া হবে।

ফেসবুক পেজ: AF Boxing Promotion

সংবাদটি শেয়ার করুন