ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবারের মতো ওমরাহ পালনে গেলেন জায়েদ খান

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জায়েদ খান প্রথমবারের মতো ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। ১০ দিনের এই ধর্মীয় সফরের জন্য সোমবার তিনি যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। বিষয়টি সংবাদমাধ্যমকে জায়েদ খান নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আপনারা সবাই জানেন, আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সব রোজা রাখি। বহুদিনের ইচ্ছে ছিল ওমরাহ পালন করার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।”

জায়েদ খান দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন। কখনো তাকে দেখা গেছে কানাডায়, কখনো যুক্তরাষ্ট্রে। বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়মিত ও সরব। রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর ৫ আগস্টের পর থেকে তিনি দেশে ফেরেননি। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তার এই অনুপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-এ নিয়মিত অনুষ্ঠান উপস্থাপন করছেন। তার এই নতুন ধারার অনুষ্ঠান ইতোমধ্যেই দর্শক ও পাঠক মহলে যথেষ্ট আলোচিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন