আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল বুধবার বা পরশু বৃহস্পতিবার হবে। এবারের নির্বাচনে ব্যালেটে কোনো স্থগিত করা দলের প্রতীক থাকবে না। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বুধবার দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। চূড়ান্ত ভাষণ রেকর্ড হবে বিকেলে। এর আগে সোমবার নির্বাচন কমিশন বিটিভি ও বেতারকে ভাষণ রেকর্ড সংক্রান্ত চিঠি প্রেরণ করেছে। ভাষণে থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। নির্বাচন ভবনে এসব তথ্য প্রদান করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আয়োজন করা হবে বলে ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে। এদিকে, গত ২৪ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রেখে প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।




