ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন সংক্রান্ত ষড়যন্ত্র জনগণই প্রতিহত করবে: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে সকল ষড়যন্ত্র হচ্ছে, সেগুলো জনগণই প্রতিহত করবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিএনপির আয়োজন করা ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

নজরুল ইসলাম বলেন, “একটি সম্প্রতি প্রকাশিত জরিপে দেখা গেছে, অধিকাংশ মানুষ এই নির্বাচনে কোন দলকে সমর্থন দেবে। শতকরা ৬৬ ভাগ উত্তরদাতা বলেছেন বিএনপি, আর ২৬ ভাগ বলেছেন জামায়াতে ইসলামী। অন্য দলগুলোর সমর্থন খুবই কম, এমনকি অনেক উল্লেখযোগ্য দল এক ভাগেরও কম সমর্থন পেয়েছে। এভাবে প্রতিস্পর্ধা অনেকটাই স্পষ্ট।”

তিনি আরও যোগ করেন, “হতাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে, কিন্তু যেসব মানুষ ইতিমধ্যেই তাদের মন স্থির করেছে, তারা এই ষড়যন্ত্রকে রুখে দেবে।”

নজরুল ইসলাম খান বলেন, “ফ্যাসিবাদের পতন এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে এক ধাপ আমরা অর্জন করেছি, তা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। জনগণ সম্প্রতি একটি নিপীড়নকারী, খুনি-ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে। তারা কোনো ষড়যন্ত্রকে সহ্য করবে না এবং ইনশাআল্লাহ, এগুলো জনগণকে পরাজিত করতে পারবে না।”

উল্লেখ্য, রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই অনুষ্ঠান। বিকেলে দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আয়োজকদের মধ্যে ছিলেন ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানটি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় সম্পন্ন হয়, যেখানে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন