কাতার ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি স্কলারশিপ প্রদান করছে, যার আওতায় স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা অধ্যয়ন করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা ‘কাতার ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রাম’-এর জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি ২০২৬।
কাতারের রাজধানী দোহার উত্তরাংশে অবস্থিত কাতার ইউনিভার্সিটি মধ্যপ্রাচ্যের একটি মর্যাদাপূর্ণ সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকে গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে এটি দ্রুত অগ্রগতি অর্জন করেছে। আধুনিক ল্যাবরেটরি, অভিজ্ঞ শিক্ষক ও বহুজাতিক পরিবেশ মিলিয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই বৈশ্বিক উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।
সুবিধাসমূহ
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান;
*আবাসন সুবিধা প্রদান;
*বাৎসরিক ভাতা প্রদান করবে;
*রাউন্ড বিমান টিকেট প্রদান করা হবে;
অধ্যয়নের ক্ষেত্র
কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্সেস, কলেজ অব এডুকেশন, কলেজ অব ইঞ্জিনিয়ারিং, কলেজ অব ল, কলেজ অব মেডিসিন, কলেজ অব ফার্মেসি, কলেজ অব শরিয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলেজ অব হেলথ সায়েন্সেসসহ আন্তর্জাতিক মানসম্পন্ন একাধিক অনুষদ।
আবেদনের যোগ্যতা
*স্নাতকোত্তরে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রিধারী ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করবার জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে। সিজিপিএ অন্তত ৩.০/৪.০ স্কেলে থাকলে স্কলারশিপ পেতে সুবিধা হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএস ব্যান্ডস্কোর ৬.০ থাকতে হবে;
*পিএইচডি প্রোগ্রামে আবেদন করবার জন্য জিআরই অথবা জিম্যাট স্কোর প্রয়োজন হবে;
প্রয়োজনীয় নথিপত্র
*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;
*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;
*বিদেশে উচ্চশিক্ষার বিবরণী;
*দুইটি রেফারেন্স লেটার;
*জীবনবৃত্তান্ত (সিভি);
*আইইএলটিএস স্কোরের সনদ;
*পিএইচডির ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল;
*জিআরই/জিম্যাট স্কোরের সনদ/অন্যান্য পেপারস (যদি থাকে);
আবেদন প্রক্রিয়া
আবেদনের শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬।
আগ্রহীরা আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…




