সোমবার গভীর রাতে মিয়ানমারে হালকা মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য উদ্ধৃত করে এএনআই এ খবর জানায়। ভূমিকম্পটি কোন গভীরতায় সৃষ্টি হয়েছে সে সম্পর্কিত প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূপৃষ্ঠের প্রায় ৩০ কিলোমিটার নিচে এর কেন্দ্রস্থল ছিল।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এনসিএস জানায়, রাত ২টা ২১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর আগে একই দিনে, সোমবার, একই অঞ্চলে আরও একটি ভূমিকম্প হয়েছিল, যার তীব্রতা ছিল ৩.৫ এবং কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এদিকে অনেকে সামাজিক মাধ্যমে দাবি করেছেন, মিয়ানমারের এই ভূমিকম্প নাকি বাংলাদেশের চট্টগ্রাম ও রাঙামাটিতেও অনুভূত হয়েছে। তবে এসব দাবির বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য মেলেনি।




