অব্যাহত সীমান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, বর্তমানে সীমান্তে অব্যাহতভাবে একের পর এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করছে বিএসএফ। তাদের গুলিতে ধ্বংস হচ্ছে অনেক পরিবার। প্রতিনিয়ত সীমান্তে কেউ না কেউ নিহত হচ্ছে কিন্তু দেশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ বা এর কোন প্রতিবাদ করা হচ্ছে না। বাংলাদেশ-ভারত যৌথচুক্তি অনুসারে বিনা অনুমতিতে বাংলাদেশ থেকে কেউ ভরতে প্রবেশ করলে সে অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হবে। সে অনুসারে তার বিচার হবে। কিন্তু কেন তারা হত্যার শিকার হচ্ছে? অতি দ্রুত সীমান্ত হত্যা বন্ধ চাই। যাদের পরিবারের কেউ সীমান্ত হত্যার শিকার হয়েছে সরকারের পক্ষ থেকে তাদের ক্ষতিপুরণ দিতে হবে। প্রয়োজনে সংসদে সীমান্ত হত্যার ব্যাপার আলোচনা কওে এ সমস্যার সমাধান করতে হবে। কারণ বাংলাদেশের একটি প্রাণিকেও হত্যা করার অধিকার ভারতের নেই।
মোর্শেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা, রাকসু আন্দোলন আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর, অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রানা প্রমুখ।
এসময় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব, সোনালি সংবাদের সম্পাদক মাহমুদ কাদেরী, মুক্তিযোদ্ধা নূর হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শাহী