ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে-যেভাবে দেখবেন সরাসরি

ঢাকায় শুরু হওয়া আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্ট ‘ল্যাটিন-বাংলা সুপার কাপ’-এ এবার মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব দল। তরুণ খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে পুরো টুর্নামেন্ট জুড়ে তৈরি হয়েছে আলাদা রোমাঞ্চ, আর ভক্তরা অপেক্ষায় রয়েছে চূড়ান্ত লড়াইয়ের দিনটির জন্য।

ম্যাচের তারিখ ও সময়

আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, ব্রাজিলের সাও বার্নার্ডো ফুটবল ক্লাব এবং আর্জেন্টিনার অ্যাথলেটিকো চালোন ফুটবল ক্লাব খেলতে নামবে ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে।

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

টুর্নামেন্টের সময়সূচি

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই প্রতিটি খেলা অনুষ্ঠিত হচ্ছে সন্ধ্যা ৭টায়। তিন ম্যাচের পুরো সূচিটি হলো-

৫ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ব্রাজিল (সাও বার্নার্ডো)

৮ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চালোন)

১১ ডিসেম্বর: আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চালোন) বনাম ব্রাজিল (সাও বার্নার্ডো)

কিংবদন্তিদের উপস্থিতি ও বিশেষ আয়োজন

শেষ দিনের ম্যাচকে সামনে রেখে বাড়ছে উত্তেজনা। মাঠে সরাসরি উপস্থিত থাকবেন দুটি দেশের দুই কিংবদন্তি-

ব্রাজিলের বিশ্বকাপজয়ী আইকন কাফু এবং আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লডিও কেনিজিয়া।

ভক্তদের জন্য রয়েছে বিশেষ আয়োজন লটারির মাধ্যমে প্রতিদিন ১০ জন সৌভাগ্যবান দর্শক তারকাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
এরই মধ্যে উদ্বোধনী দিনে পারফর্ম করে দর্শকদের মাতিয়ে দিয়েছেন জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস।

লাইভ দেখবেন যেভাবে

ম্যাচের লাইভ স্ট্রিমিং এবং সব আপডেট পাওয়া যাবে আমাদের এই ওয়েবসাইটেই।

ফেসবুকে `Brazil vs aegentina live match today’ লিখে সার্চ করলে খেলাটি উপভোগ করতে পারবেন।

এছাড়া টি স্পোর্টস (T Sports) চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

সংবাদটি শেয়ার করুন