১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান সবার জন্য অনুপ্রেরণা ও উৎসাহের উৎস ছিল। এবার মহান বিজয় দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৬৪ জেলায় একযোগে এই গান পরিবেশিত হবে। এই তথ্য শনিবার (৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়।
বার্তায় আরও বলা হয়, এই প্রজন্মের শিল্পীরা একাত্তরের কালজয়ী সব গান পরিবেশন করবেন। সবাইকে ঐতিহাসিক এই সংগীত উপভোগ করতে এবং একাত্তরের গৌরবময় মুহূর্তগুলো স্মরণ করতে আমন্ত্রণ জানানো হয়েছে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালি জাতি অর্জন করে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফুলিৎ লাল-সবুজের পতাকা।




