ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গা’জায় দখলদারি শেষ হলেই অ’স্ত্র সমর্পণ করবে হা’মা’স

গাজায় ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই উপত্যকার প্রতিরোধ গোষ্ঠী হামাস তাদের অস্ত্র রাষ্ট্রের কাছে সমর্পণ করবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটির আলোচক দলের প্রধান খলিল আল-হায়া। শনিবার (৬ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসন ও দখলদারির কারণেই হামাস অস্ত্র হাতে রেখেছে। দখলদারি শেষ হলে এসব অস্ত্র একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে।

আল-হায়া জানান, হামাস গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্তে নজরদারি নিশ্চিত করতে জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রস্তাব মেনে নিয়েছে। তবে শুধু হামাসকে নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে কোনো আন্তর্জাতিক বাহিনী গাজায় মোতায়েন করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

যদিও ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চলছে, ইসরায়েল নিয়মিতই তা লঙ্ঘন করে উপত্যকাটিতে হামলা চালাচ্ছে। দিনে দিনে বাড়ছে হতাহত মানুষের সংখ্যা। শনিবারও (৬ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনী ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগে নিরীহ ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়। পূর্বাঞ্চলে হামলায় বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, আর বাসিন্দারা প্রাণ বাঁচাতে শহরের অন্য প্রান্তে আশ্রয় খুঁজতে বাধ্য হন। একইদিন পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা।

সংবাদটি শেয়ার করুন