নাইজেরিয়ার নাইজার রাজ্যে নভেম্বর মাসে অপহৃত ১০০ স্কুল শিক্ষার্থীকে মুক্ত করতে সক্ষম হয়েছে সরকার। এই তথ্য জানিয়েছেন স্থানীয় সম্প্রচার মাধ্যম চ্যানেলস টেলিভিশন, যা সিএনএনও উল্লেখ করেছে। জানা গেছে, গত ২১ নভেম্বর পাপিরির সেন্ট মেরিস ক্যাথলিক আবাসিক স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়ে ৩০৩ শিশু ও ১২ জন স্কুলকর্মীকে অপহরণ করেছিল।
ঘটনার পরপরই ৫০ শিক্ষার্থী পালিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু বাকি শিশু এবং স্কুলকর্মীদের অবস্থার বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে ছয় বছর বয়সী শিশুও ছিল। কীভাবে একশ’ শিক্ষার্থীকে উদ্ধার করা গেল তা চ্যানেলস টেলিভিশন বিস্তারিতভাবে জানায়নি।
খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার নাইজার রাজ্য প্রধানের মুখপাত্র ড্যানিয়েল আটোরি জানান, আনুষ্ঠানিকভাবে শিশুদের মুক্তির খবর তাদের কাছে পৌঁছায়নি এবং তারা আশা ও প্রার্থনা করছেন বাকি শিশুদেরও সুরক্ষিত মুক্তি হোক।
সিএনএন জানিয়েছে, চিবোক গণঅপহরণের এক দশক পরও এই ঘটনা নাইজেরিয়ার দীর্ঘস্থায়ী নিরাপত্তাহীনতা আবার সামনে এনেছে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে খ্রিস্টানদের প্রতি কথিত দুর্ব্যবহারের অভিযোগে নজরদারি জোরদার করেছেন। এছাড়া, রোববার সকালে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল নাইজেরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নূহু রিবাদু-র সঙ্গে সাক্ষাৎ করে সন্ত্রাসবিরোধী সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন।




