ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইইএলটিএসে ৮০ হাজার শিক্ষার্থীর ফল ভুল, বাংলাদেশে প্রশ্নফাঁস

বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও হাজার হাজার অভিবাসী যুক্তরাজ্যের ভিসা পেয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, গত কয়েক বছরে আইইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ৮০ হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেওয়া হয়েছে, যার মধ্যে অনেককে অযোগ্য সত্ত্বেও পাস করানো হয়েছে। বিশেষ করে চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেছে।

এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য অভিবাসী ভিসা পেয়েছেন যারা বৈধভাবে ভিসা পাওয়ার যোগ্য ছিলেন না। বিষয়টি সামনে আসার পর কনজারভেটিভ পার্টি অযোগ্য অভিবাসীদের নির্বাসনের দাবি জানাচ্ছে।

আইইএলটিএস পরীক্ষা পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং আইডিপি যৌথভাবে। তারা জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে লিসেনিং ও রিডিং পরীক্ষার ফলাফলে কিছু প্রভাব পড়েছে, যা মোট পরীক্ষার মাত্র ১ শতাংশকে প্রভাবিত করেছে। এই ত্রুটির ফলে প্রায় ৭৮ হাজার পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আইইএলটিএস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ত্রুটিপূর্ণ ফলাফল প্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করে সঠিক ফলাফল প্রদান করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইংরেজিতে অপ্রতিভ অভিবাসী কর্মীর কারণে জাতীয় স্বাস্থ্য পরিষেবা (এনএইচএস)-এ রোগীর চিকিৎসা ও স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন