২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর ঘিরে সংঘটিত ঘটনাবলি নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৮ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি উল্লেখ করেন, তৎকালীন ঘটনাগুলো পর্যবেক্ষণ ও মাঠের তথ্য সংগ্রহের ভিত্তিতে তিনি যে অভিজ্ঞতা পেয়েছিলেন, তা জনসমক্ষে তুলে ধরছেন।
তার দাবি অনুযায়ী, শাপলা চত্বর এলাকায় রাতেই হতাহতের খবর পাওয়া যেতে শুরু করে এবং মতিঝিল, পল্টন, বিজয়নগরসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছিল। পোস্টে তিনি উল্লেখ করেন, সে সময় ভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কয়েকটি হাসপাতালে গুলিবিদ্ধ লাশ নেওয়ার খবর নিশ্চিত হয়েছিল। এছাড়া নারায়ণগঞ্জের কাঁচপুর–সিদ্ধিরগঞ্জ এলাকায় বড় ধরনের হতাহতের তথ্যও উঠে আসে বলে তিনি দাবি করেন।
শফিকুল আলম লেখেন, সেসময় সরকারি কর্তৃপক্ষ নিহতের সংখ্যা অস্বীকার করলেও মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন ভিন্ন চিত্র তুলে ধরেছিল। তার বক্তব্যে আরো উল্লেখ করা হয়, পরবর্তী বছরগুলোতেও রাজনৈতিক সহিংসতায় যুবলীগ ও ছাত্রলীগের ভূমিকা নিয়ে বিতর্ক অব্যাহত ছিল এবং ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাবলি সেই ধারাবাহিকতার প্রতিফলন ছিল বলে তিনি মত প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি ঘটনাগুলোকে তার পেশাগত অভিজ্ঞতা, মাঠের তথ্য এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টের প্রেক্ষিতে ব্যাখ্যা করেছেন।




