নারী ক্ষমতায়ন, শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ চারজন বিশিষ্ট নারীকে দেওয়া হচ্ছে।
এইবার পদক পাচ্ছেন— নারী শিক্ষায় (গবেষণা) ড. রুভানা রাকিব, নারী অধিকারে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকারে ড. নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে (ক্রীড়া) রিতু পর্ণা চাকমা।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নারী শিক্ষা (গবেষণা), নারী অধিকার (শ্রম অধিকার), মানবাধিকার এবং নারী জাগরণ (ক্রীড়া) ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা রাখায় এই চারজনকে সর্বসম্মতিক্রমে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন করা হয়েছে।
উল্লেখ্য, ২৭ নভেম্বর বিকেলে এবং ৭ ডিসেম্বর দুপুরে অনুষ্ঠিত জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বর্ধিত সভার সুপারিশ অনুযায়ী প্রধান উপদেষ্টা সারসংক্ষেপ অনুমোদন করেছেন। এখন পদকের প্রজ্ঞাপন জারির অপেক্ষা চলছে।




