বিএনপি ক্ষমতায় এলে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) নীতিমালা সব অংশগ্রহণকারীর সঙ্গে আলোচনা করে পুনঃমূল্যায়ন করা হবে বলে আশ্বস্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘এনইআইআর বাস্তবায়ন কাঠামো, জাতীয় স্বার্থ ও নাগরিক উদ্বেগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম।
আমীর খসরু বলেন, “স্মার্টফোন আজ মৌলিক প্রয়োজন। সেবা গ্রহণ, ক্যাশলেস অর্থনীতি বা সরকারি সেবার ক্ষেত্রেও স্মার্টফোন ছাড়া চলা যায় না। কিন্তু বর্তমানে সাধারণ মানুষের নাগালের বাইরে এটি। ডিজিটাল বাংলাদেশের এত বক্তৃতার পরও মানুষকে সাশ্রয়ী দামে স্মার্টফোন না দিতে পারা একটি বড় ব্যর্থতা। ৬৭ হাজার কোটি টাকা বিনিয়োগের সুফল জনগণের কাছে পৌঁছেছে কি না, সেটাও প্রশ্ন।”
তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত স্মার্টফোনের ওপর অযৌক্তিক ট্যাক্স কমানো। ট্যাক্স কমালে রাজস্ব কমবে না, বরং বাড়ার সুযোগ থাকে, কারণ ট্যাক্সপেয়ারের সংখ্যা বাড়ে। এজন্য আমদানি বা স্থানীয় উৎপাদনে ট্যাক্স নীতি ভোক্তাবান্ধব ও ন্যায্য হওয়া উচিত।”
আমীর খসরু আরও বলেন, “যারা অ্যাসেম্বল করে, তারা ইমপোর্ট নিয়ন্ত্রণ করে মনোপলি তৈরি করতে পারে। এটি বিপজ্জনক। তাই এই নীতি পুনর্বিবেচনা করা প্রয়োজন। বিএনপি ক্ষমতায় এলে এটি রিভিউ করা হবে এবং সব স্টেকহোল্ডারের সঙ্গে বসে প্রয়োজনমতো পরিবর্তন আনা হবে।”
তিনি যোগ করেন, “আমাদের নীতি হবে মুক্তবাজার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কেউ অযৌক্তিক সুবিধা পাবে না এবং সব ব্যবসায়ী সমান সুযোগ পাবে। বিএনপি অর্থনীতির গণতন্ত্রায়নের পক্ষে। প্রতিটি নাগরিকের অর্থনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করা এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন বলেন, “আগামী সংসদ নির্বাচন পর্যন্ত এনইআইআরের সব কার্যক্রম স্থগিত রাখতে হবে। নির্বাচিত সরকার এনইআইআরের বিষয়ে সিদ্ধান্ত নেবে।”
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টারের সেক্রেটারি ফয়সল আলিম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিনুল হাকিম, বেসিসের সহায়ক কমিটির সাবেক চেয়ারম্যান রাফায়েল কবীর, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান প্রতিবেদক আব্বাস উদ্দিন নয়ন, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।




