ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নারী দলের ক্রিকেটারদের সঙ্গে আড্ডা দিলেন রুবাবা দৌলা

চলতি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারত সফর করার কথা ছিল বাংলাদেশ নারী দলের। সেখানে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা থাকলেও, ভারত সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি আপাতত স্থগিত করা হয়েছে।

ডিসেম্বরে আন্তর্জাতিক সিরিজ না থাকায় নারী ক্রিকেটাররা এই সময়টিকে ব্যবহার করবেন বাংলাদেশ নারী বিসিএল খেলতে। ফরম্যাট বদলে এবার টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা হবে। নারী বিসিএল আগামী ১৫ ডিসেম্বর থেকে রাজশাহীতে শুরু হয়ে ২৫ ডিসেম্বর ফাইনালে শেষ হবে।

এর আগে মিরপুরে ২৬ ক্রিকেটারের ফিটনেস ক্যাম্প অনুষ্ঠিত হয়, যার শেষ দিন ছিল রোববার। এদিন নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছেন নতুন নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা এবং দুপুরের লাঞ্চও ভাগ করে খেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন