ভূমধ্যসাগরের তীরবর্তী গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিসি দ্বীপের কাছে নৌকা ডুবে ১৮ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। গ্রিস কোস্টগার্ডের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, শনিবার এই দুর্ঘটনা ঘটে। নৌকাটি দুর্ঘটনার সময় সাগরতীর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ছিল।
ঘটনার পর তুরস্কের একটি কার্গো জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জাহাজের ক্যাপ্টেন পরে গ্রিসের কোস্টগার্ডকে বিষয়টি জানিয়ে দেন। নৌকাটিতে মোট ২০ জন ছিলেন, যার মধ্যে মাত্র দুই জনকে বাঁচানো সম্ভব হয়।
বাকী ১৮ জনের সলিল সমাধি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জীবিত দুই অভিবাসনপ্রত্যাশীকে নিকটস্থ ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।
২০১৫-২০১৬ সাল থেকে লিবিয়া, তুরস্ক ও মরক্কোর উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে অভিবাসনের প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। বিশেষ করে গ্রিস ও ইতালিতে নথিহীন অভিবাসনপ্রত্যাশীরা প্রবেশ করেন। বর্তমানে গ্রিসের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ১০ লাখেরও বেশি অভিবাসনপ্রত্যাশী রয়েছেন।
গ্রিসে নৌকাযোগে আগমনকারী অভিবাসনপ্রত্যাশীরা সাধারণত লিবিয়ার উপকূল থেকে রওনা দেন এবং ক্রিট, গাভদোস বা ক্রিসি—এই তিন দ্বীপের একটিতে পৌঁছানোর চেষ্টা করেন। এই তিন দ্বীপের মধ্যে ক্রিসি দূরত্বের দিক থেকে সবচেয়ে কাছাকাছি। তবে প্রতিকূল আবহাওয়া, নৌকায় যান্ত্রিক ত্রুটি এবং অন্যান্য কারণের কারণে অনেকেই লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই সাগরের গর্ভে মিলিয়ে যান।




