ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আমদানির পর পেঁয়াজের দাম কমে যাবে: উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, পেঁয়াজ আমদানি হওয়ার পর দাম কমে যাবে। তিনি মনে করেন, বর্তমানে সবজির দামও মোটামুটি সহনীয় অবস্থায় রয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য দেন তিনি।

উপদেষ্টা বলেন, “হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানির প্রয়োজন পড়েছে। এই আমদানির পর ধীরে ধীরে দাম কমতে শুরু করেছে। যদি দাম বেশি কমে যায়, তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন, আর আমদানিকারকরা শুধুই লাভবান হবেন।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “বাজার নিয়ন্ত্রণের জন্যই আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার লক্ষ্য দুই দিকেই সমানভাবে খেয়াল রাখা—কৃষক এবং ভোক্তা। পেঁয়াজের দাম যদি ৭০ টাকার মধ্যে থাকে, তাহলে উভয় পক্ষের সুবিধা নিশ্চিত হবে।”

কম দামের কারণে আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, “তাদের জন্য ভর্তুকির পরিকল্পনা ভাবছি।”

কৃষি উপদেষ্টা আরও বলেন, “সবজির দাম মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। আশা করি, দিন যত এগোবে দাম এমনভাবে স্থিতিশীল থাকবে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হন।”

তিনি যোগ করেন, “সারের সঙ্গে ব্যবহার হওয়া কিছু কীটনাশক খুবই খারাপ প্রভাব ফেলছে। এগুলো বাজার থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহায়তা আমাদের দরকার।”

তিনি জানান, “আমনের ধান কেটে ফেলার কাজ ৭০ শতাংশ পর্যন্ত সম্পন্ন হয়েছে। আমরা আশা করি, এবারও বাম্পার ফলন হবে, যদি কোনো ধরনের ক্ষতি না হয়।”

সংবাদটি শেয়ার করুন