কানাডার গুয়েলফ ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ দিচ্ছে। বিশ্ববিদ্যালয়টি ‘প্রেসিডেন্টস স্কলারশিপ’ এর আওতায় স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৪২,৫০০ কানাডিয়ান ডলার উপবৃত্তি প্রদান করবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ২৩ জানুয়ারি।
ইউনিভার্সিটি অব গুয়েলফ অন্টারিও প্রদেশে অবস্থিত একটি স্বনামধন্য পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় আধুনিক গবেষণাগার, উদ্ভাবনমূলক শিক্ষাব্যবস্থা এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস পরিবেশের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুসারে বিশ্ববিদ্যালয়টি ৫৭১-৫৮০ নম্বরে রয়েছে।
সুযোগ-সুবিধা:
নির্বাচিত শিক্ষার্থীরা ৪২,৫০০ কানাডিয়ান ডলার সমপরিমাণ উপবৃত্তি পাবেন। এছাড়াও, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের সুযোগ রয়েছে, যেখানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় অধ্যাপকদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাবেন।
অধ্যয়নের ক্ষেত্রগুলো:
ব্যাচেলর অব অ্যাপ্লায়েড সায়েন্স, আর্টস, আর্টস অ্যান্ড সায়েন্সেস, বায়ো-রিসোর্স ম্যানেজমেন্ট, কমার্স, কম্পিউটিং, ইঞ্জিনিয়ারিং, ইন্ডিজেনাস এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার, ব্যাচেলর অব সায়েন্স ইন অ্যাগ্রিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্সেস।
আবেদনের যোগ্যতা:
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
* আবেদনকারীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামের প্রথম সেমিস্টারে ভর্তি হতে হবে;
* স্নাতক ডিগ্রিতে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাস হতে হবে। কানাডিয়ান কারিকুলামের হিসাবে ন্যূনতম ৯০ শতাংশ ফল থাকতে হবে;
* ইংরেজিতে দক্ষ হতে হবে এবং ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর (আইইএলটিএস, টোফেল) জমা দিতে হবে;
* স্কুল ও কমিউনিটিতে নেতৃত্বমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান থাকতে হবে;
* এ ছাড়া স্কলারশিপটির অন্যান্য যেকোনো শর্ত পূরণ করতে হবে;
আবেদন প্রক্রিয়া:
আবেদন করার শেষ সময় ২৩ জানুয়ারি।
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…




