বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের বিরুদ্ধে অভিযোগকে অসত্য ও উদ্দেশ্যমূলক দাবি করেছে। রোববার (৭ ডিসেম্বর) জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, আখতার হোসেনের ‘অস্ত্রের রাজনীতি’ বা ‘অস্ত্রের মহড়া’ সম্পর্কিত অভিযোগ বাস্তবতার সঙ্গে মেলে না।
জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী একটি শান্তিপ্রিয়, দায়িত্বশীল ও সুশৃঙ্খল রাজনৈতিক দল, যা কখনো এ ধরনের অভিযোগকে সমর্থন করে না। তিনি আখতার হোসেনের বক্তব্যকে “অসত্য, ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” হিসেবে বর্ণনা করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিবেশ শান্ত ও স্থিতিশীল রাখতে জামায়াত সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে এবং দলটি সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডের রাজনীতিতে বিশ্বাসী নয়। জুবায়ের আশা প্রকাশ করেন, আখতার হোসেন তার ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দেবেন। তিনি গণমাধ্যম, রাজনৈতিক মহল ও দেশবাসীকে মিথ্যাচার ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।




