ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফিফা বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন-প্রতিপক্ষ কারা

প্রথমবারের মতো ৪৮টি দেশ ১০৪টি ম্যাচের মাধ্যমে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ট্রফি জয়ের লড়াইয়ে অংশ নিচ্ছে। ২০২৬ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হবে ১১ জুন থেকে, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিভিন্ন শহরে আয়োজিত এই টুর্নামেন্টে মানুষের উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে। আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো লাতিন জায়ান্টদের উপস্থিতি বিশ্বকাপকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে।

গত শুক্রবার ২০২৬ বিশ্বকাপের গ্রুপিং ড্র সম্পন্ন হয়। এর পর শনিবার ফিফা পুরো টুর্নামেন্টের নির্দিষ্ট সূচি ঘোষণা করেছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে স্থান পেয়েছে, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী রয়েছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। র‍্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় লিওনেল স্কালোনির দল গ্রুপের স্পষ্ট ফেভারিট হিসেবে শুরু করবে।

আর্জেন্টিনার প্রথম ম্যাচ হবে আলজেরিয়ার বিপক্ষে, ১৭ জুন, বাংলাদেশ সময় সকাল ৭টায়। এই লড়াই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে। পরবর্তী দুটি ম্যাচই হবে ডালাস স্টেডিয়ামে ২২ জুন অস্ট্রিয়া এবং ২৮ জুন জর্ডানের বিপক্ষে। বাংলাদেশের ভক্তরা খেলা সরাসরি না দেখলেও স্ক্রিনের মাধ্যমে সুবিধা পাবেন। আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে ম্যাচ শুরু হবে সকাল, আর অস্ট্রিয়ার ম্যাচ রাত ১১টায়।

আর্জেন্টিনার গ্রুপপর্বের ম্যাচ সূচি (জে গ্রুপ)

তারিখম্যাচভেন্যু ও সময়
১৪ জুনব্রাজিল বনাম মরক্কোনিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়াম (ভোর ৪টা)
২০ জুনব্রাজিল বনাম হাইতিফিলাডেলফিয়া স্টেডিয়াম (সকাল ৭টা)
২৫ জুনস্কটল্যান্ড বনাম ব্রাজিলমায়ামি স্টেডিয়াম (ভোর ৪টা)

ব্রাজিল ‘সি’ গ্রুপে চ্যালেঞ্জিং প্রতিপক্ষের মুখোমুখি হবে। মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা কঠিন হতে পারে। বিশেষত মরক্কো ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছিল এবং স্কটল্যান্ডও কঠিন পরীক্ষা হিসেবে দাঁড়াতে পারে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১৪ জুন নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে, বাংলাদেশ সময় ভোর ৪টায়। পরের ম্যাচ হবে ২০ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে (সকাল ৭টা) এবং ২৫ জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে (ভোর ৪টা)। ব্রাজিলের ভক্তদের খেলাগুলোর সময়সূচি অনুযায়ী ঘুম ও প্রস্তুতি রাখতে হবে।

ব্রাজিলের গ্রুপপর্বের ম্যাচ সূচি (সি গ্রুপ)

তারিখম্যাচভেন্যু ও সময়
১৭ জুনআর্জেন্টিনা বনাম আলজেরিয়াকানসাস সিটি স্টেডিয়াম (সকাল ৭টা)
২২ জুনআর্জেন্টিনা বনাম অস্ট্রিয়াডালাস স্টেডিয়াম (রাত ১১টা)
২৮ জুনজর্ডান বনাম আর্জেন্টিনাডালাস স্টেডিয়াম (সকাল ৮টা)

সংবাদটি শেয়ার করুন