বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ৬০ বছর বয়সে আবার প্রেমে পড়েছেন। কয়েক বছর আগে তিনি দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ করেন। সেই সময় থেকে তিনি গৌরী স্প্র্যাট নামে এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক রাখছেন।
গৌরী একসময় আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করতেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, এই বয়সে আবার প্রেমে পড়বেন তা তিনি কল্পনাও করেননি। তিনি বলেন, “আমি কখনো ভাবিনি যে জীবনে আবার এমন কাউকে পাব।” গৌরীর সঙ্গে দেখা হওয়ার পর তার জীবন পরিবর্তিত হয়েছে এবং গৌরী তার জীবনে স্থিরতা এনেছেন।
এ সময় আমির খান তার অতীত দুই দাম্পত্য জীবনকেও স্মরণ করেন। তিনি বলেন, “আগের দুটি বিয়ে টেকেনি, তবে রিনা দত্ত, কিরণ রাও এবং গৌরীর সঙ্গে আমার সম্পর্ক আমাকে ভাগ্যবান করেছে। তাদের প্রত্যেকের অবদান আমার জীবনে অনস্বীকার্য।”




