ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, শহরের যান চলাচল স্বাভাবিক

শাহবাগ মোড়ে সরকারি কলেজ শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজধানীর সরকারি সাতটি কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের খসড়া স্কুলিং মডেল বাতিলের দাবিতে রবিবার (৭ ডিসেম্বর) শাহবাগ মোড় অবরোধ করেছে।

বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে যানচলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অধ্যাদেশ জারি হলে কলেজগুলোর উচ্চ মাধ্যমিক শিক্ষা অনিশ্চয়তার মুখে পড়বে এবং ঐতিহ্য নষ্ট হবে। ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল করে শাহবাগ মোড়ে সমাবেশ করে।

সংবাদটি শেয়ার করুন