ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে তাকে দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন, যা পরোক্ষভাবে উন্নতির ইঙ্গিত বহন করছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, গত কয়েক দিন ধরে খালেদা জিয়ার অবস্থার কোনো বড় পরিবর্তন ঘটেনি, তবে তার শরীর চিকিৎসা গ্রহণে সক্ষম হওয়ায় চিকিৎসকরা আশাবাদী।
বিএনপির একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, “ভালো-মন্দ মিলিয়ে ম্যাডাম আগের মতোই আছেন।” দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানও সশরীরে হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছেন এবং খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি এখন চূড়ান্ত হয়নি। চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন, তার শারীরিক অবস্থার ভিত্তিতে দীর্ঘ বিমানযাত্রা সম্ভব কিনা। ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি থাকা ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যা রয়েছে, যার মধ্যে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস উল্লেখযোগ্য।




