ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মভিত্তিক বিভাজন নয়, গণতন্ত্রের পথে বিএনপি : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ধর্মভীরু মানুষ হলেও ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রকে বিভাজিত করার বিশ্বাস করি না। তবে কিছু গোষ্ঠী ধর্মের নাম ধরে দেশে বিভাজনের পথ তৈরি করতে চায়। রবিবার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে, কিন্তু সেই পথে অনেক বাধা রয়েছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে এবং সাইবারওয়ারে সজাগ থাকতে হবে। তিনি দাবি করেন, একমাত্র বিএনপিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে। এছাড়া, আওয়ামী লীগের আমলে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, তরুণ সমাজের মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে এবং সবাই নতুন বাংলাদেশের চিন্তা চায়। পুরানো রাষ্ট্রকাঠামো আর বর্তমান প্রয়োজনের সঙ্গে খাপ খায় না। তাই তিনি চান, বিএনপিকে নতুন চিন্তার আলোকে তৈরি করতে হবে।

খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গেও তিনি বলেন, তার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তারেক রহমান নিজেই পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকরাও খালেদা জিয়ার চিকিৎসা করছেন। তিনি আশা প্রকাশ করেন, এতো মানুষের প্রার্থনা স্রষ্টা নিশ্চয়ই কবুল করবেন।

সংবাদটি শেয়ার করুন