ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন তফসিলের বিষয়ে আজ ইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত থাকবেন। বৈঠকে সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা-নেওয়ার সময় নির্ধারণ করা হবে।

বৈঠকের আলোচ্যসূচিতে মোট ১০টি বিষয় থাকছে। এর মধ্যে তফসিল ঘোষণার আগে ও পরের কার্যক্রম, গণভোট আয়োজন, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ ও সমন্বয়, মতবিনিময়সহ নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, বৈঠকে তফসিলের সময়সূচি চূড়ান্ত করা হবে এবং এরপর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের নামও জানিয়ে দেওয়া হবে।

ইসি ইতিমধ্যেই আইন-শৃঙ্খলা বাহিনী, মাঠ প্রশাসন, ডিসি, ইউএনও, এসপি ও ওসিসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও সমন্বয় সম্পন্ন করেছে। নির্বাচন পরিচালনায় নতুন আইন ও বিধিমালা অনুসরণে শতভাগ কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রার্থী, দল ও ভোটারসহ সকল অংশগ্রহণকারীর সহযোগিতাও চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন