ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশাল ব্যবধানে কোরিয়াকে হারাল বাংলাদেশ

নজর কেড়েছে বাংলাদেশি হকি তারকা আমিরুল ইসলাম। চলতি অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে তিনবার হ্যাটট্রিক করা এই তারকা শনিবার স্থান নির্ধারণী ম্যাচে আবারো হ্যাটট্রিকের কীর্তি গড়েন। তার অসাধারণ পারফরম্যান্সের ফলে বাংলাদেশ ৫-৩ গোলে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারাতে সক্ষম হয়।

মাদুরাইয়ের মাঠে ভারতের মুখোমুখি ম্যাচে প্রথম দিকে কোরিয়ার আধিপত্য দেখা যায়। ১০ এবং ২০ মিনিটে লি মিনহিয়োকের দুটি গোলের কারণে কোরিয়া ২-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে বাংলাদেশ ধীরে ধীরে খেলায় ফিরে আসে। ২১, ২৪ এবং ৩৫ মিনিটে টানা তিনটি পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন আমিরুল ইসলাম।

৫২ মিনিটে ওবায়দুল জয়ের একটি আক্রমণাত্মক গোল স্কোর ৪-২ করে। এরপর পরের মিনিটে লি মিনহিয়োক পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূর্ণ করে ব্যবধান কমান (৪-৩)। শেষ পর্যন্ত ৬০ মিনিটে রকিবুল হাসানের গোল বাংলাদেশকে নিশ্চিত বিজয় এনে দেয়। ফলে লাল-সবুজের তরুণরা ৫-৩ ব্যবধানে মাঠ ছাড়ে।

এবার প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে অংশগ্রহণ করা বাংলাদেশ আগামী সোমবার ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গে মুখোমুখি হবে।

সংবাদটি শেয়ার করুন