ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘এখনও তফসিল ঘোষণার দিন চূড়ান্ত করতে পারেনি ইসি’

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হলেও তফশিল ঘোষণার সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফশিল প্রকাশের পরিকল্পনা ছিল, তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফশিল ঘোষণা করা যেতে পারে।

এবারের নির্বাচনের সঙ্গে একযোগে গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার আগারগাঁওয়ে কমিশনের জাতীয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘সকাল সাড়ে ১১টা থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মিটিং চলছিল।’ তফশিল ঘোষণার বিষয়ে তিনি জানান, ‘এখন পর্যন্ত আমরা তফশিল ঘোষণার সুনির্দিষ্ট দিন নির্ধারণ করতে পারিনি।’

তবে নির্বাচন আয়োজনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বাস দেন। এছাড়া জনগণকে অনুরোধ করেন, সঠিক তথ্য ছড়িয়ে প্রচার করতে। তিনি বলেন, ‘নিশ্চয়ই নির্বাচনের প্রস্তুতি জোরদারভাবে চলছে।’

কর্মশালায় আখতার আহমেদ সাংবাদিকদের জন্য ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনীসহ); সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ (সর্বশেষ সংশোধনীসহ) এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’ বিষয়ে পরিচিতি দিয়েছেন। এই প্রশিক্ষণ আয়োজন করেছে ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

সংবাদটি শেয়ার করুন