ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে কৃষি মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ

পেঁয়াজের বাজারে নিয়ন্ত্রণে রাখতে আগামী ৭ ডিসেম্বর থেকে সীমিত পরিমাণে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। প্রতিদিন সর্বাধিক ৫০টি করে আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে এবং প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করার অনুমোদন থাকবে।

শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় এই বিষয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়, ১ আগস্ট ২০২৫ থেকে অদ্যাবধি যারা রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন, শুধুমাত্র তারা পুনরায় আবেদন করতে পারবেন। প্রতিটি আমদানিকারক একবারই আবেদন করার সুযোগ পাবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আমদানির কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন