ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ কর্মীর উপস্থিতি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি সম্পর্কে হল সংসদ আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) হল সংসদের ভিপি আহসান হাবীব (ইমরোজ) ও জিএস খালেদ হাসান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে হলে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের প্রবেশ ও অবস্থান শিক্ষার্থীদের মধ্যে অস্বস্তি ও ক্ষোভ বাড়াচ্ছে। কিছু শিক্ষার্থী অভিযোগ করেছেন, হল সংসদ এই নিষিদ্ধ কর্মীদের ‘পুনর্বাসন’ করার চেষ্টা করছে।
বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের ব্যাপারে হল সংসদের অবস্থান স্পষ্ট—এদের সঙ্গে কোনো সমঝোতা নেই এবং কোনো পরিস্থিতিতেই হলে থাকার সুযোগ নেই।
হল সংসদ জানিয়েছে, ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত ২০২১–২২ সেশনের রামিম খন্দকার গত ২৯ নভেম্বর ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আল আমিন সরকারের রুমে দেখা করেছেন। এই ঘটনা স্বাভাবিক ব্যাখ্যার বাইরে এবং শিক্ষার্থীদের মধ্যে যৌক্তিক সন্দেহ সৃষ্টি করেছে।
এই প্রেক্ষাপটে হল সংসদ দাবি করছে, শিক্ষার্থীদের মনে যে প্রশ্ন এসেছে তা নিরসনে আল আমিন সরকারকে দ্রুত হলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সামনে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে।
এই বিষয়ে ছাত্রশক্তির ঢাবি শাখা সাধারণ সম্পাদক আল আমিন সরকারের মন্তব্য পাওয়া যায়নি।




