ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশজুড়ে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৩৩৩

দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৯৯০ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, আর বাকি ৩৪৩ জনকে অন্যান্য অপরাধে আটক করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন। তিনি জানান, অভিযান অব্যাহত রয়েছে এবং প্রতিটি বিভাগ থেকে গ্রেপ্তারসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এআইজি শাহাদাত হোসেন আরও বলেন, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও বিপজ্জনক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, দুটি চায়নিজ কুড়াল, দুটি বার্মিজ চাকু, একটি খুর, চারটি হাঁসুয়া, দুটি রামদা, দুটি চাপাতি, একটি চাকু, দুটি ককটেল, দুটি দেশীয় ওয়ান-শুটার গান, একটি বিদেশি রিভলভার এবং দুটি গুলির খোসা।

সংবাদটি শেয়ার করুন