বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টরা দেশ থেকে পালালেও ফ্যাসিজমের কালো ছায়া এখনও দেশের উপর থেকে দূর হয়নি। তিনি বলেন, একদল অপকর্ম করে পালিয়েছে, আরেকদল সেই অপকর্মের দায়িত্ব কাঁধে নিয়েছে। কেউ চাঁদাবাজি করে জনগণের ক্ষোভের কারণ হয়েছে, আবার কেউ আরও শক্তি নিয়ে একই কাজ চালিয়ে যাচ্ছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জনসংখ্যা বিপুল হলেও স্বাধীনতার ৫৪ বছর অতিক্রমের পরও জনগণ সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। কারণ দেশ ছাড়ার পর ভেতরের কিছু চিল জনগণের সম্পদ লুট করেছে, বিদেশে পাচার করেছে এবং দেশে অবৈধভাবে সম্পদ ধরে রেখেছে। তিনি বলেন, ফ্যাসিস্টরা দেশ থেকে পালালেও তাদের অন্ধকার ছায়া এখনো পুরোপুরি দূর হয়নি।
জামায়াতের আমির আরও বলেন, একদল দখলদার জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেকদল বেপরোয়া দখলদার হিসেবে আবির্ভূত হয়েছে। পূর্বে বিরোধী নেতাদের উপর যে নিপীড়ন, জেল, ফাসি ও দেশছাড়া করার প্রবণতা ছিল, তা এখনো স্থবির হয়নি। তিনি জনগণকে সতর্ক করে বলেন, যারা নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করবে, তাদের সব ষড়যন্ত্র জনগণ ভণ্ডুল করে দেবে।
ডা. শফিকুর রহমান বলেন, যারা প্রশাসনিক কৌশল দিয়ে নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করার চেষ্টা করে, তাদের সময় শেষ। এখন নতুন সূর্য উদিত হচ্ছে, আর কালো সূর্য বাংলাদেশের আকাশে দেখা যাবেনা। তিনি জোটের বাইরে থাকা কিছু ইসলামি দলকে অনুরোধ করেন, নিজেদের আসল অবস্থানে ফিরে আসুন। এই আঙিনা আপনারা নিজস্ব।
তিনি আরও বলেন, রাস্তাঘাট, বাজার ও শহরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটের ইঙ্গিত দিচ্ছে। কেউ তাদের ভয় দেখাতে পারবে না। ইসলামী ও দেশপ্রেমিক নেতাকর্মীরা আল্লাহ তায়ালার প্রতি ভরসা রাখে এবং অন্য কারও ভয়কেই পাত্তা দেয় না। এছাড়া যারা অতীতের তল্পিবাহক হয়েছিল, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত।
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির (বিডিপি) সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।




