বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শনিবার বেলা ৩টা ২০ মিনিটে হাসপাতালের ফটক দিয়ে তার গাড়ি প্রবেশ করতে দেখা যায়। ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে গতকাল ঢাকায় পৌঁছান এবং সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান, যেখানে দুপুর ১২টার দিকে তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
প্রায় আড়াই ঘণ্টা হাসপাতালে অবস্থান করার পর তিনি বেলা আড়াইটার দিকে ধানমন্ডির পৈতৃক বাসায় যান। রাতে আবারও হাসপাতাল যান ডা. জুবাইদা। এ সময় তিনি আগে থেকেই শাশুড়ির চিকিৎসক দলের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
চৌদ্দ দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন।




