বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার জন্য কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে, তবে এটি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দেওয়ার পরই কার্যকর হবে।
শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, তিনিই বিএনপির পক্ষ থেকে কাতারের কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
এনামুল হক চৌধুরী বলেন, “ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। মেডিকেল বোর্ড যেকোনো সময় অনুমোদন দিলে বিমান ঢাকায় পৌঁছাবে এবং বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে। সব কিছুই কাতার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রস্তুত।”
জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা কাতার কর্তৃপক্ষ করছে। এটি বিএনপি নয়; সব আয়োজন রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হচ্ছে।”
চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। মেডিকেল বোর্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। একাধিক চিকিৎসকের সঙ্গে আলাপে জানা গেছে, খালেদা জিয়া এখনো ফ্লাই করার যোগ্যতা অর্জন করেননি, তাই লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে।
গত দুই দিনে মেডিকেল বোর্ড বিভিন্ন পরীক্ষা করেছে, এবং তার প্রতিবেদন নিয়মিতভাবে পর্যালোচনা করা হচ্ছে।




