ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে: ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে দেশীয় মাটি, ভাষা ও জনগণকে ধারণ করে রাজনীতি করতে হবে। তিনি বলেন, লন্ডন, দিল্লি বা পিন্ডিতে বসে রাজনীতি করার সময় শেষ। যদি এই দেশকে ভালোবাসি, তাহলে দেশের মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের তারুণ্যের উৎসব সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, “বাংলাদেশে ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে দেশের মাটি ও মানুষের ভাষা অন্তর্ভুক্ত করতে হবে। এই দেশে এসে রাজনীতি করা আবশ্যক।”

তিনি আরও বলেন, “৫৪ বছরে আমাদের যে আশা ছিল, তা পূরণ হয়নি। রাজনৈতিক বিভেদের কারণে গত ১৭ বছরে দেশে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল, তা সফল হয়নি।”

সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের দটর সম্পাদক সিবগাতুল্লাহ, সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন