ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘বিদেশ থেকে আপাতত চিনি আমদানি বন্ধ’

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, দেশের চিনিকল থেকে উৎপাদিত চিনি বিক্রি শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ থাকবে।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে নাটোরে উত্তরা গণভবনের উন্নয়নমূলক সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “আমাদের মূল কাজ হলো উত্তরা গণভবন কার্যক্রমে প্রস্তুত রাখা। সভার সময়সূচি নির্দিষ্ট নয়। সাধারণত প্রত্যেক সরকারের আমলে এক বা একাধিক সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন অবহেলিত এই গণভবনকে আমরা এখন কার্যক্ষম করেছি।”

চিনির বিষয়ে তিনি আরও বলেন, “বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। দেশের চিনিকলগুলোতে উৎপাদিত চিনি আগে টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। চিনিতে দ্রুত লাভ আসে না। আমাদের চিনিকলগুলো ব্রিটিশ আমলের, এবং দেশের চাহিদার মাত্র একটি ছোট অংশ আমরা দেশীয়ভাবে পূরণ করতে পারি। সরকার চিনির পাশাপাশি অন্য কিছু উৎপাদনের ক্ষেত্রেও ভাবছে।”

তিনি বলেন, “ভুর্তকি দিয়ে চালানো সম্ভব নয়। আমরা চেষ্টা করছি, এবং আমাদের সময়ে বা আগামী সরকারের সময়ে ভালো ফলাফল আসবে। দেশি উদ্যোক্তাদের প্রতি আগ্রহ বেশি, তারা সহযোগী হিসেবে আসছে—এই কারণে তাদের সঙ্গে আমরা আলোচনা চালাচ্ছি।”

পরিদর্শনে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব এবং অন্যান্য দফতরের কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন