ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ও গণভোটের প্রস্তুতি পর্যালোচনায় কাল বৈঠকে বসবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি পর্যালোচনার জন্য নির্বাচন কমিশন (ইসি) আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) বৈঠকে বসবে। বৈঠক সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত হবে, যেখানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

ইসি সূত্র জানিয়েছে, বৈঠকে সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি, ভোট কেন্দ্র ও বুথ সংখ্যা বৃদ্ধি, তফসিল ঘোষণা, বাজেট নির্ধারণ, মনোনয়নপত্র জমা ও বাছাই, প্রত্যাহারের সময়সীমা এবং ভোটের তারিখসহ সকল প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। এছাড়া ভোটের সার্বিক অগ্রগতি ও পোস্টাল ভোটের ব্যালট পেপারের লেনদেনের সময়ও চূড়ান্ত করা হবে।

নির্বাচন কমিশন সূত্র আরও জানিয়েছে, ভোটের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে চূড়ান্ত সমন্বয় বৈঠকও সম্পন্ন হয়েছে। ভিন্ন পরিস্থিতি বিবেচনা করে আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে এরপর প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ভোটের সার্বিক প্রক্রিয়া উপস্থাপন করা হবে। ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “রোববারের বৈঠকে তফসিলের সময়সূচি চূড়ান্ত হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।” তিনি আরও বলেন, “তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কোন রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দায়িত্বে থাকবেন, সেটিও প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।”

নির্বাচন কমিশনের এই দশম বৈঠকে তফসিল সংক্রান্ত পূর্ব ও পরবর্তী কার্যক্রম, গণভোট আয়োজন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, মাঠ পর্যায়ে সর্বোচ্চ সমন্বয় ও মতবিনিময়সহ দশটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্যসূচিতে রয়েছে।

সবকিছু ঠিক থাকলে নির্বাচন কমিশন চলতি সপ্তাহে তফসিল ঘোষণা করবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের আয়োজন সম্পন্ন করবে।

সংবাদটি শেয়ার করুন