ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পাক–আফগান সীমান্তে ফের গোলাগুলি, নি’হত চার

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ফের তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। দুই দেশের সেনাদের ব্যাপক গোলাগুলির মধ্যে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের বোলদাক এলাকায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে কাবুল। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টার পর শুরু হওয়া গুলি ও কামানের শব্দে পুরো সীমান্ত অঞ্চল কেঁপে ওঠে, যা প্রায় দুই ঘণ্টা ধরে চলতে থাকে।

অক্টোবর মাস থেকে পাক–আফগান সীমান্ত পরিস্থিতি টানটান। সেই মাসেই ভয়াবহ সংঘর্ষে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সাময়িকভাবে উত্তেজনা কমে আসে।

দুই দিন আগেই সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছিল পাকিস্তান ও আফগানিস্তান। কিন্তু কথাবার্তা কোনো ফল না দেওয়ার পরেই আবারও গোলাগুলির ঘটনা ঘটে। কান্দাহারের বোলদাক বিভাগের গভর্নর চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে প্রথমে কারা গুলি চালিয়েছে—এ নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এ নিয়ে দুই  পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশারফ জাইদি অভিযোগ করেন, চামান সীমান্তে আফগান সেনারা বিনা উস্কানিতে প্রথম গুলি ছোড়ে।

অন্যদিকে, আফগানিস্তানের কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হাকমাল এএফপিকে বলেন, পাকিস্তানি সেনারা হালকা ও ভারী কামান ব্যবহার করেছে, যার গোলা গিয়ে বেসামরিক মানুষের বাড়িঘরে আঘাত হেনেছে।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র সংঘর্ষের পর শেষ পর্যন্ত দুই দেশই গোলাগুলি থামাতে সম্মত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন