ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণের দামে আবারও পতন, দেখুন আজকের দাম

আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের প্রভাব এবার পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছে, যেখানে ভরিপ্রতি কমানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। এ দাম শনিবার (৬ ডিসেম্বর) থেকে দেশের বাজারে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সমন্বয়কৃত এই দাম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি দোকানে চালু থাকবে।

নতুন দাম কত হলো?

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম হলো-

২২ ক্যারেট: ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা
(আগে ছিল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা)

২১ ক্যারেট: ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা
(আগে ছিল ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা)

১৮ ক্যারেট: ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা
(আগে ছিল ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা)

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা
(আগে ছিল ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা)

নতুন মূল্য কার্যকর থাকাকালীন দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দামেই স্বর্ণ বিক্রি করতে হবে।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন, কারুকাজ ও মান অনুযায়ী মজুরিতে পরিবর্তন হতে পারে।

সংবাদটি শেয়ার করুন