বর্ষা শেষে আবারও ঘন বায়ুদূষণের কবলে পড়েছে রাজধানী ঢাকা। শরৎকালে সাময়িক বৃষ্টিতে বায়ুর মান কিছুটা উন্নত হলেও হেমন্তের শুরুতে দূষণের মাত্রা দ্রুত বেড়ে গেছে। ফলে রাজধানীর বাতাস আবারও ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার জানায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ২৪১। বিশ্বের দূষিত শহরের তালিকায় এটি ঢাকাকে তৃতীয় স্থানে নিয়ে গেছে।
বিশেষজ্ঞদের মতে, এই মাত্রার দূষণ জনস্বাস্থ্যের জন্য সরাসরি হুমকি এবং নগরবাসীর শ্বাসতন্ত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
বিশ্বের দূষিত শহরগুলোর অবস্থান
আইকিউএয়ারের তালিকার শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। শহরটির একিউআই স্কোর ২৭৩ যা ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণির অন্তর্ভুক্ত। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২৬৫।
ভারতের কলকাতার বায়ুদূষণ কিছুটা কমলেও ১৯৫ স্কোর নিয়ে শহরটি এখনো তালিকার চতুর্থ। মুম্বাই ১৬৫ স্কোরে অষ্টম স্থানে আছে।
এ ছাড়া পাকিস্তানের লাহোর ১৮৯ স্কোর নিয়ে পঞ্চম এবং করাচি ১৮৭ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে। দুটি স্কোরই ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে।
একিউআই স্কোর কী বলে?
একিউআই স্কোর ০–৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়।
৫১–১০০ স্কোর মাঝারি, যা অধিকাংশ মানুষের জন্য সহনীয়।
১০১–১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
১৫১–২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
স্কোর ২০১–৩০০ হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষকে ঘরের ভেতর থাকার পরামর্শ দিয়ে থাকে বিশেষজ্ঞরা। আর ৩০১–৪০০ স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়, যা সাধারণ মানুষের জন্যও গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।




